সমাস্যাঃ কম্পিউটার এবং মনিটরে পাওয়ার আসে না ?




কারণঃ

  • পাওয়ার কর্ড (Power Supply Cable) খারাপ থাকতে পারে।
  • পাওয়ার সাপ্লাই খারাপ হতে পারে।
  • কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের সাথে বৈদ্যুতিক পাওয়ার কানেকশন ল্যুজ বা খারাপ থাকতে পারে।
  • সকেটের প্লাগের কানেকশনে সমস্যা থাকতে পারে।
  • মনিটরে লাগানো বৈদ্যুতিক পাওয়ার কানেকশন ল্যুজ ও খারাপ থাকতে পারে।

সমাধানঃ

  • মাল্টিমিটার (AVO Meter) এর মাধ্যমে পাওয়ার কর্ড এর Continuty পরীক্ষা করতে হবে। সমস্যা থাকলে পরিবর্তন করতে হবে।
  • পাওয়ার সাপ্লাই এর ফ্যান ঘুরছে কিনা তা পরীক্ষা করতে হবে। এর আউটপুট ভোল্ট +5V, -5V, +12V এবং -12V পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে পরিবর্তন করতে হবে।
  • কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের সাথে বৈদ্যুতিক পাওয়ার কানেকশনটি পরীক্ষা করে দেখতে হবে। ল্যুজ থাকলে সেটি মজবুত করে লাগিয়ে দিতে হবে এবং খারাপ থাকলে পরিবর্তন করতে হবে।
  • সকেটের প্লাগের কানেকশনে ক্রটি পেলে তা ঠিক করে নিতে হবে।
  • মনিটরে লাগানো বৈদ্যুতিক পাওয়ার কানেকশন ল্যুজ থাকলে মজবুত করে লাগিয়ে নিতে হবে এবং খারাপ থাকলে পরিবর্তন করতে হবে।