পাওয়ার কর্ড (Power Supply Cable) খারাপ থাকতে পারে।
পাওয়ার সাপ্লাই খারাপ হতে পারে।
কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের সাথে বৈদ্যুতিক পাওয়ার কানেকশন ল্যুজ বা খারাপ থাকতে পারে।
সকেটের প্লাগের কানেকশনে সমস্যা থাকতে পারে।
মনিটরে লাগানো বৈদ্যুতিক পাওয়ার কানেকশন ল্যুজ ও খারাপ থাকতে পারে।
সমাধানঃ
মাল্টিমিটার (AVO Meter) এর মাধ্যমে পাওয়ার কর্ড এর Continuty পরীক্ষা করতে হবে। সমস্যা থাকলে পরিবর্তন করতে হবে।
পাওয়ার সাপ্লাই এর ফ্যান ঘুরছে কিনা তা পরীক্ষা করতে হবে। এর আউটপুট ভোল্ট +5V, -5V, +12V এবং -12V পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে পরিবর্তন করতে হবে।
কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের সাথে বৈদ্যুতিক পাওয়ার কানেকশনটি পরীক্ষা করে দেখতে হবে। ল্যুজ থাকলে সেটি মজবুত করে লাগিয়ে দিতে হবে এবং খারাপ থাকলে পরিবর্তন করতে হবে।
সকেটের প্লাগের কানেকশনে ক্রটি পেলে তা ঠিক করে নিতে হবে।
মনিটরে লাগানো বৈদ্যুতিক পাওয়ার কানেকশন ল্যুজ থাকলে মজবুত করে লাগিয়ে নিতে হবে এবং খারাপ থাকলে পরিবর্তন করতে হবে।
0 মন্তব্যসমূহ